
এখন সময় স্কোপ চেইনের। 🕺🏼 এই পোস্টে আমি ধরে নিব যে আপনি এক্সিকিউশন কনটেক্সট এর বেসিক জানেনঃ যদিও সেটা নিয়েও আমি খুব দ্রুত পোস্ট করব 😃
নিচের কোডটা দেখেনঃ
const name = "Lydia"
const age = 21
const city = "San Francisco"
function getPersonInfo() {
const name = "Sarah"
const age = 22
return `${name} is ${age} and lives in ${city}`
}
console.log(getPersonInfo())
আমরা getPersonInfo ফাংশনটা ইনভোক করছি, যেটা একটা স্ট্রিং রিটার্ন করে যার মধ্যে name, age এবং city ভ্যারিয়েবলগুলো থাকেঃ Sarah is 22 and lives in San Francisco
কিন্তু getPersonInfo ফাংশনের মধ্যে city ভ্যারিয়েবলটা তো নেই🤨! তাহলে এটা কিভাবে city র ভ্যালু জানতে পারল?
প্রথমত, বিভিন্ন কনটেক্সটের জন্য মেমোরি স্পেস সেট হয়। যেই getPersonInfo ফাংশনটা ইনভোক হয়েছে, তার দুই ধরণের কনটেক্সট আছে, গ্লোবাল কনটেক্সট(window in a browser, global in Node) এবং লোকাল কনটেক্সট । প্রত্যেক কনটেক্সটের আবার স্কোপ চেইন আছে।
getPersonInfo ফাংশনের স্কোপ চেইনটা কিছুটা এরকম দেখতে( বুঝতে না পারলে, চিন্তার কিছু নাই)ঃ
স্কোপ চেইন মূলত এক্সিকিউশন কনটেক্সেটে যেসব ভ্যালু(এবং অন্য স্কোপ) আছে , তারা যেসব অবজেক্টের ভিতর থাকে তাদেরকে নির্দেশ করার একটা শিকল বা “Chain of references” . (⛓: “ও ভাই! এই যে! এই সব ভ্যালুকে আপনি এই কনটেক্সটের ভেতর থেকে রেফারেন্স করতে পারবেন”.) যখন এক্সিকিউশন কনটেক্সট তৈরী হয় তখনই স্কোপ চেইন তৈরী হয়। মানে এটা রানটাইমে সৃষ্টি হয়!
যাইহোক, এই পোস্টে আমি activation object বা এক্সিকিউশন কনটেক্সট নিয়ে আলাপ করব না। স্কোপের মধ্যেই আমাদের ফোকাস রাখব। নিচের উদাহরণগুলোতে, এক্সিকিউশন কনটেক্সটের key/value pair গুলো দিয়ে ভ্যারিয়েবলের রেফারেন্সগুলো(যেগুলো স্কোপ চেইনের কাছে আছে) বুঝায়।
গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের স্কোপ চেইননে ৩ টা ভ্যারিয়েবলের রেফারেন্স আছেঃ name যার ভ্যালু Lydia, age যার ভ্যালু 21, এবং city যার ভ্যলু San Francisco. লোকাল কনটেক্সটে, ২ টা ভ্যারিয়েবলের রেফারেন্স আছেঃ name যার ভ্যালু Sarah, and age যার ভ্যালু 22.
যখন আমরা getPersonInfo ফাংশনের ভেতরে ভ্যারিয়েবল access করতে চেষ্টা করি, ইঞ্জিন প্রথমে লোকাল স্কোপ চেইনে চেক করে।

লোকাল স্কোপ চেইনের কাছে name and age এর রেফারেন্স আছে। name এর ভ্যালু আছে Sarah and age এর ভ্যালু আছে 22 । কিন্তু এখন, কি ঘটবে যদি সে city access করতে চায়??
city এর ভ্যালু খুজে পাওয়ার জন্য ইঞ্জিন “goes down the scope chain” । সহজ ভাষায় বলতে গেলে, ইঞ্জিন এত সহজে হাল ছেড়ে দেয় না। ইঞ্জিন আপনার জন্য অনেক খাটুনি খাটে। city র ভ্যালু পাওয়ার জন্য সে বাইরের স্কোপে চলে যায় খুজতে। যেই বাইরের স্কোপের রেফারেন্স লোকাল স্কোপের আছে। এই ক্ষেত্রে সেটার নাম গ্লোবাল অবজেক্ট ।

গ্লোবাল কনটেক্সটে আমরা city ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং ভ্যালু দিয়েছি San Francisco, অর্থাৎ এখানে city ভ্যারিয়েবলের রেফারেন্স আছে। এখন যেহেতু আমাদের কাছে ভ্যারিয়েবলের ভ্যালু আছে, তাহলে getPersonInfo ফংশনটি Sarah is 22 and lives in San Francisco এই স্ট্রিংটি রিটার্ণ করতে পারবে। 🎉
আমরা স্কোপ চেইনের নিচে যেতে পারব, কিন্তু উপরে যেতে পারব না।(আচ্ছা আচ্ছা বুঝছি, এটা কনফিউজিং মনে হতে পারে পারে, কারণ কিছু মানুষ নিচের বদলে উপরে বলে। তাই আমি আবার নতুন ভাবে বলছি, আপনি বাইরের(outer) স্কোপে যেতে পারবেন, কিন্তু ভেতরের(inner) স্কোপে যেতে পারবেন না।) আমি এটাকে জলপ্রপাতের সাথে তুলনা করতে পছন্দ করিঃ
উদাহরণ হিসেবে এই কোডটাকে ধরা যাকঃ
এটা প্রায় একই রকম, তা সত্ত্বেও একটা বড় পার্থক্য আছেঃ আমরা city ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি, শুধুমাত্র getPersonInfo ফাংশনের ভেতরে, গ্লোবাল স্কোপে নয়। আমরা getPersonInfo ফাংশনটা কলও করিনি, অর্থাৎ লোকাল কনটেক্সটও তৈরী হয়নি। তারপরও আমরা গ্লোবাল কনটেক্সটে name, age আর cityএর ভ্যালুকে কে access করার চেষ্টা করছিলাম।
এটা একটা ReferenceError থ্রো করে ! গ্লোবাল স্কোপে সে city ভ্যারিয়েবলের রেফারেন্স পাচ্ছে না, এবং এর কোন বাইরের(outer) স্কোপও নেই, এবং এটা স্কোপ চেইনের উপরে যেতে পারেনা ।
এই উপায়ে, আপনি স্কোপকে ব্যাবহার করে আপনার ভ্যারিয়েবলকে “protect” করতে পারেন, এবং পুনরায় ভ্যারিয়েবলের নামটা ব্যাবহারও করতে পারেন।
গ্লোবাল আর লোকাল স্কোপ ছাড়াও আরেকটা স্কোপ আছে, ব্লক স্কোপ । যেসব ভ্যারিয়েবল let অথবা const keyword দিয়ে ডিক্লেয়ার করা হয় তারা তাদের নিকটতম দ্বিত্বীয় বন্ধনীর ({}) ভেতরে স্কোপড হয়ে যায়।
const age = 21
function checkAge() {
if (age < 21) {
const message = "You cannot drink!"
return message
} else {
const message = "You can drink!"
return message
}
}
স্কোপটা আপনি নিচের মত করে ভিজুয়ালাইজ করতে পারেনঃ
এখানে আমাদের একটা গ্লোবাল স্কোপ, একটা ফাংশন স্কোপ, এবং দুইটা ব্লক স্কোপ আছে। আমরা message ভ্যারিয়েবলটা দুইবার ডিক্লেয়ার করতে পেরেছি, যেহেতু ভ্যারিয়েবল গুলো তাদের দ্বিতীয় বন্ধনীর ভেতর স্কোপড হয়ে ছিল।
খতম! ছোট্ট সামারিঃ
আপাতত স্কোপ(চেইন) নিয়ে এটুকুই! এটা নিয়ে আরও অনেক অনেক কথা বলা যাবে তাই আমি পরে এক্সট্রা আরও অনেক কিছু যোগ করতে পারি। যেকোন প্রশ্ন নিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কারও পাশে দাড়াতে বেশ লাগে আমার। 💕